মিরাজকে এখনও নিজের অধিনায়ক মনে করেন শান্ত

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:২০
বয়সভিত্তিক দল থেকে একসঙ্গে খেলছেন মিরাজ ও শান্ত। অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯ মিরাজের নেতৃত্বেই শান্ত খেলেছেন। তবে শান্তর আগেই জাতীয় দলের যোগ দেন মিরাজ। শান্ত যোগ দেন আরও পরে। মিরাজ আগে থেকেই নিজের জায়গা পাকা করলেও শান্ত দলে থিতু হতে বেশ সময় নেয়। অনেক উথান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে শান্তকে। কঠিন সেই পথ পাড়ি দিয়ে শান্ত এখন জাতীয় দলে তিন ফরম্যাটে অধিনায়ক। তবে বয়সভিত্তিক দল সেই অধিনায়ক মিরাজকে এখনও নিজের অধিনায়ক মনে করেন নাজমুল হোসেন শান্ত।
বিসিবির হোম অব ক্রিকেট পডকাস্টে সেই গল্প শোনালেন শান্ত, ‘এখানে মজার ব্যাপার হলো যে, আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে একসাথে। অনূর্ধ্ব-১৫ দল থেকে মিরাজ কিন্তু আমার অধিনায়ক। আমি এখনো এটা বিশ্বাস করি ও-ই আমার অধিনায়ক। এটা ও জানে।’
শান্তর কথাতে তেমনটাই ওঠে এলো, ‘জিনিসটা হলো, যখন আমরা খেলেছি একসাথে বিষয়টা এমন ছিল না যে ও অধিনায়ক বা আমি অধিনায়ক। ওর কাছে কখনোই মনে হয়নি যে আমি অধিনায়ক। আবার এখন আমি অধিনায়ক, ও নিজেও হয়তো মনে করে না যে আমি অধিনায়ক। ওর যখন মনে হয় যে এটা দলের জন্য ভালো হবে ও আমার কাছে আসে। ও যখন অধিনায়ক ছিল তখন আমি গিয়ে দেখা যেত একটা ফিডব্যাক দিতাম। বোঝাপড়াটা এতো ভালো।’
নিজেদের বোঝাপড়া প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে আছে আমরা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যে বিশ্বকাপটা খেলেছি বা এর আগে যত সিরিজ খেলেছি নির্বাচকদের তখন বলতে শুনেছি, ‘‘এই প্রথম অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়ক ও সহ-অধিনায়কের মধ্যে কোনো মনমালিন্য নেই।’’ থাকে না… একটু জেলাসি তো থাকেই। কিন্তু ওই জিনিসটা আমাদের মধ্যে একদমই নেই। আমাদের এতোটাই ভালো বোঝাপড়া ওই সময় থেকে। এখনও আমরা একসঙ্গেই খেলছি।’
মিরাজ নাকি আগেই বুঝেছিলেন তার আগেই অধিনায়ক হবেন শান্ত। সেই গল্প জানিয়ে শান্ত বলেন, ‘আরেকটা মজার বিষয়, জাতীয় দলে আমরা যখন খেলা শুরু করলাম একসাথে, আমি তখন খেলছি-খেলছি না এরকম অবস্থা। আর মিরাজ তখন থিতু হয়েছে। একটা সময়ে ও এসে আমাকে বললো, ‘‘আমার বিশ্বাস তুই আমার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হবি।’’ ও তখন কেন এটা বলেছে আমার জানা নেই। এরকম বোঝাপড়াটা আমাদের ভেতরে আছে। কে অধিনায়ক, কে অধিনায়ক না সেগুলো আমাদের মধ্যে নেই।’
বিসিবির এই পডকাস্টে মিরাজ জানিয়েছেন যে কারণে শান্তকে এমন কথা বলেছিলেন তিনি। মিরাজ বলেন, ‘আমার সব সময় মনে হয় না…হঠাৎ করে মনে হয়। হঠাৎ করে যখন মনের ভেতর থেকে কিছু একটা আসে তখন আমি আবার মনের ভেতরে এটা রাখতে পারি না। আর যার সম্পর্কে আসে এটা আমি তাকে বলেও দেই। এটা ওকে তাই বলেছিলাম যে, বাংলাদেশ দলে একসাথে খেললে আমার আগে তুই অধিনায়ক হবি।’
- বিষয় :
- নাজমুল হোসেন শান্ত
- মেহেদি হাসান মিরাজ