চেন্নাইয়ে কী কারণে তর্কে জড়িয়েছিলেন লিটন-পন্ত

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৯
সাধারণত যখন ব্যাটাররা থিতু হয়ে যান তখন ব্যাটারদের মনসংযোগে চিড় ধরাতে ও নিজ দলের খেলোয়াড়দের মনোবল ফেরাতে রাখ পেছনে থাকা উইকেটরক্ষক নানা কথাবার্তা বলে থাকেন। যেখানে থাক স্লেজিং, রসিকতাও। অনেক সময় সেগুলো পিচ মাইক্রোফোনের মাধ্যমে চলে আসে টিভি স্ক্রিনের সামনে থাকা ক্রিকেটপ্রেমীদের কানেও। যা নিয়ে অনেকেই মজাও করেন।
এবার অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে ঋষভ পন্ত এবং লিটন দাসের মধ্যে। খেলার ১৬তম ওভারে ঘটে যাওয়া এই ঘটনায়, ভারতীয় উইকেটকিপার ব্যাটার পন্ত বাংলাদেশ উইকেটকিপার লিটনের সঙ্গে তর্কে জড়ান। ঘটনা শুরু হয় পন্তের দিকে আসা একটি থ্রোকে কেন্দ্র করে। স্টাম্প লক্ষ্য করে করা থ্রো তাঁর প্যাডে লেগে চলে যায় মিডউইকেটে। পন্ত রান নিতে চাইলে লিটন তাকে কিছু একটা বলেছিলেন। এরপরই আসে পন্তের উত্তর, ‘তুমি আমাকে এসব বলছ কেন, পারলে তোমার ফিল্ডারকে বলো। সে কেন আমার দিকে বল ছুড়েছে।’
লিটনের পাল্টা যুক্তি ছিল, ‘সে তো তোমার শরীরে মারেনি।’ লিটনের এ কথাও মাটিতে পড়তে দেননি পন্ত। তিনি বলেন, ‘তাহলে আমিও তো রান নেব।’
Pant - usko dekh kaha mar raha hai
— 𝓱 ¹⁷ 🇮🇳 (@twitfrenzy_) September 19, 2024
Liton - leg pe laga na , vo to marega hi
Rishabh pant - Marle me bhi 2 bhagunga 🗿🔥 pic.twitter.com/Sy07DAuVbL
ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। যেখানে প্রথম দুই সেশনে ভারত ব্যাকফুটে থাকলেও জাদেজা-অশ্বিনের ব্যাটে দিনের শেষটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। অশ্বিন ১০২ রানে ও জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- লিটন দাস
- ঋষভ পান্ত