সাকিবের চোটের ব্যাপারে কিছু জানা নেই: হাথুরুসিংহে

অনুশীলনে হাথুরুর সঙ্গে সাকিব। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪৮
চেন্নাই টেস্টে আঙুলের ইনজুরি নিয়ে খেলেছেন সাকিব আল হাাসন। টেস্টের আগে ইনজুরি না থাকলেও টেস্ট চলাকালে তিনি ব্যথা পেয়েছেন দাবি করেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। তবে কানপুর টেস্টে বাঁ-হাতি অলরাউন্ডার অনিশ্চিত নন বলে জানিয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার সংবাদ সম্মেলনে কোচ হাথুরু বলেন, ‘সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমার কিছু জানা নেই। আমি ফিজিও কিংবা কারও থেকে তার চোটের বিষয়ে কিছু শুনিনি। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই বলেই জানি।’
পাকিস্তানে টেস্টে ব্যাট হাতে ভালো করেননি সাকিব। তবে বল হাতে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ উইকেট। চেন্নাইয়ে ভালো করতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার। বল হাতে কার্যকর ছিলেন না। শেষ ইনিংসে ব্যাট হাতে অবশ্য কিছু রান করেছিলেন। তারপরও সাকিবের পারফরম্যান্সে হতাশ নন বলে উল্লেখ করেছেন হাথুরুসিংহে।
তিনি বলেন, ‘আমি সাকিবের পারফরম্যান্স নিয়ে হতাশ নই। তবে দলীয় পারফরম্যান্স আরও ভালো করার সুযোগ ছিল। আমার মনে হয়, সাকিবও এটা জানে যে, সে আরও ভালো ক্রিকেট খেলতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। দ্বিতীয় ইনিংসে সত্যিই ভালো ব্যাটিং করেছে সাকিব।’
এর আগে চেন্নাই টেস্ট চলাকালে ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের ইনজুরির তথ্য দেন। তিনি দাবি করেন, আঙুলের ইনজুরি নিয়ে খেলছেন সাকিব। তখন তার সহকর্মী ধারাভাষ্যকার তামিম জানান, বোর্ডের বিষয়টি পরিষ্কার করা উচিত। টেস্ট শেষে হান্নান সরকার জানান, টেস্ট চলাকালে পুরনো ইনজুরি স্থলে ব্যথা পান সাকিব। কানপুর টেস্টের আগে হাতে সময় আছে। সাকিবকে তারা পর্যবেক্ষণে রাখেন। তবে তার খেলার ব্যাপারেও আশার কথা বলেন।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- সাকিব আল হাসান
- হাথুরুসিংহ