রাজ্জাকের অনুরোধ
‘শেষ সময়ে এসে সাকিবকে যেন কেউ খলনায়ক না বানায়’

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৪০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৭
কানপুর টেস্টের আগের দিন বাংলাদেশের ক্রিকেটে এলো বড় খবর। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসর নিতে চান তিনি। এছাড়া শেষ টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন বলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিবের অবসর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ, বর্তমানে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। সমকালের সঙ্গে আলাপকালে সাবেক এই বাঁহাতি স্পিনার জানান, ‘কোনো সন্দেহ নাই সাকিব একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা যদি ২০০৬ সালের কথা বলি, ও যখন জাতীয় দলে আসার সময়টায় দলে আমরা ছিলাম। আমরাও যে খুব বেশি আগে আসছি তা না, তখন হয়তো দুই আড়াই বছর খেলে ফেলছি। শুরু থেকেই মোটামুটি সবারই একটা ধারণা ছিল ও ভালো খেলোয়াড়, সামনেও ভালো করবে। যদিও তখন আমাদের জন্য তখন বিশ্বের ১ নম্বর হওয়ার চিন্তাটা কঠিনই ছিল। কিন্তু সে যে ভালো খেলোয়াড় হবে তখন থেকেই সেটা আঁচ করা গেছে।’
রাজ্জাকের মতে, ‘সাকিবের মত খেলোয়াড় আমাদের বাংলাদেশে আবার কবে আসবে, আদৌ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা আশা করবো আরও আসবে এরকম খেলোয়াড়। কিন্তু এরকম খেলোয়াড় আল্লাহর তরফ থেকে আসে।’
রাজনৈতিক কারণে সাকিব আল হাসানের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তাছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে। সরকারবিরোধী আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগের সাংসদ সাকিব নিশ্চুপ থাকায় দেশের জনতার একাংশ তার ওপর ক্ষুব্ধ। তাই সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন- তার কোনো গ্যারান্টি নেই।
অবসরের ঘোষণা দেওয়ার আগে সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তখন আমরা জিজ্ঞেস করেছি, দেশে খেলা নিয়ে কি প্লান? সাকিব বলেছে, বাংলাদেশে ফেরা নিয়ে কোন সমস্যা নেই। চিন্তা দেশ থেকে ফেরা নিয়ে। যদি আমি দেশে গিয়ে আটকে যাই সেটা তো ডিফিকাল্ট। আমার ফ্যামিলি অন্য জায়গায়, আমি এখানে।’
হুট করে সাকিবের অবসরের এমন খবরে হতাশ বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এটা নিয়ে আমি সিরিয়াসলি হতাশ, কমপক্ষে আগামী দুই বছর আমরা তাকে ক্যারি করতে পারতাম।’
আলাপের শেষ পর্যায়ে প্রতিবেদকের কাছে রাজ্জাকের অনুরোধ, ‘সাকিবের শেষ সময়ে এসে মানুষ যেন ওকে আর খলনায়ক না বানায়।’
টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া সাকিব ওয়ানডে থেকে কবে বিদায় নেবেন তাও জানিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান তিনি। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যেতে চান বলে জানিয়েছেন।