অবসর নিয়েই কেকেআরের কোচিং প্যানেলে ব্রাভো

কেকেআরের মেন্টর ব্রাভো। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪৪
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৪০ বছর বয়সী অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। শুক্রবার টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। পরেই আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলটির মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে।
অবসরের ঘোষণায় ব্রাভো লেখেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছরের যাত্রা। অনেক ভালো এবং কিছু খারাপ স্মৃতিতে ভরা এই পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি স্বপ্নের মধ্যে ছিলাম এবং শতভাগ দিয়েছি। মন বলছিল, আরও কিছুদিন খেলে যাই। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না।’
ব্রাভো ক্রিকেট এবং কোচিং একসঙ্গে চালিয়ে নিচ্ছিলেন। ২০২১ সালে তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নেন। কিন্তু লিগে খেলে যাচ্ছিলেন। এর মধ্যে সর্বশেষ আইপিএলে তিনি চেন্নাইয়ের কোচিং প্যানেলের সঙ্গে কাজ করেছেন। টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং কোচ পরামর্শক হিসেবে যোগ দেন।
গৌতম গম্ভীরের জায়গায় ব্রাভোকে মেন্টর নিয়োগ দিয়ে কেকেআর বলেছে, ‘ডিজে ব্রাভো কেকেআরে যোগ দিচ্ছেন। তিনি অনেক অভিজ্ঞ এবং ক্রিকেট নিয়ে তার গভীর জানা-বোঝা রয়েছে। এটা দলের উপকারে আসবে। ব্রাভো সিপিএল, এমএসএল ও ইন্টারন্যাশনাল টি-২০ লিগে কাজ করবেন।’