ব্র্যাডম্যানের দুই রেকর্ডে ভাগ বসালেন কামিন্দু মেন্ডিস

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৫২
টেস্ট ক্রিকেটে এশিয়ানদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড করেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে সবমিলিয়ে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শেষে ১৮২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। তার আগে ১৭৮ রান করেই রেকর্ডবুকে নাম লেখান লঙ্কান বাঁহাতি ব্যাটার। ১ হাজার মাইলফলক স্পর্শ করতে কামিন্দুকে খেলতে হয়েছে মাত্র ১৩ ইনিংস। এর আগে এশিয়ানদের মধ্যে ১৪ ইনিংস খেলে ১ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের বিনোদ কাম্বলি।
আজ আরেকটি রেকর্ড গড়েছেন কামিন্দু। সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানের পাশে বসলেন তিনি। অভিষেকের পর ব্র্যাডম্যানের ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস, কামিন্দুরও লেগেছে সমান সংখ্যক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিরও প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে ১৩ ইনিংস লেগেছিল। টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সেঞ্চুরির মালিক হয়েছেন কামিন্দু।
চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে ১০২ এবং ১৬৪ রানের ইনিংস দিযে সেঞ্চুরি অভিযান শুরু করেন কামিন্দু মেন্ডিস। চট্টগ্রামে পরের টেস্টে সঙ্গীর অভাবে অপরাজিত ছিলেন ৯২ রানে। গত আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করেন তৃতীয় সেঞ্চুরি। আর চলতি সিরিজের প্রথম টেস্টেই চতুর্থ সেঞ্চুরিটি করেন। সেটাই ছিল ঘরের মাঠে তার প্রথম সেঞ্চুরি।
ইনিংসের হিসেবে টেস্ট অভিষেকের পর দ্রুততম ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকসের। মাত্র ১০ ইনিংস লেগেছিল ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করতে। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নিল হার্ভে। দুজনেরই প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছিল ১২ ইনিংস।
- বিষয় :
- কামিন্দু মেন্ডিস
- শ্রীলঙ্কা