ভক্তের বর্ণবাদী আচরণ, কঠিন শাস্তি বার্সেলোনার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০১
লা লিগায় দুর্দান্ত সময় পার করছে বার্সেলোনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে চলতি মৌসুমে ৭ ম্যাচের সবগুলোই জিতেছে কাতালানরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো ছিল না বার্সার। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হেরে গিয়েছিল দলটি।
তুলনামূলক দুর্বল মোনাকোর কাছে ২-১ গোলে হারের ম্যাচে বার্সেলোনা সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগও ওঠে। সেই অভিযোগ তদন্তের পর এবার বড় শাস্তি পেল বার্সা। বার্সেলোনার দর্শকদের এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ক্লাবকে বড় অঙ্কের জরিমানা করেছে উয়েফা।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কোনো টিকেট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। সেই ম্যাচটি আগামী ৬ নভেম্বর, প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড।
সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য বার্সেলোনাকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ইউরো। উয়েফার আরও একটি অ্যাওয়ে ম্যাচের টিকেট বিক্রি করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর আগেও একই কারণে শাস্তি পেয়েছিল বার্সেলোনা। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির মাঠে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে ২৫ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিল দলটিকে।
- বিষয় :
- বার্সেলোনা
- উয়েফা