ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত, হারল রিয়াল-বায়ার্ন-অ্যাথলেটিকো  

চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাত, হারল রিয়াল-বায়ার্ন-অ্যাথলেটিকো  

অ্যাস্টন ভিলার কাছে হেরে হতাশ বায়ার্নের হ্যারি কেন (মাঝখানে) কিমিখরা (বাঁয়ে)। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ১৪:১৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ১৪:২৪

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজ নিজ অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বেনফিকা হেরে গেছে। রিয়ালকে ১-০ গোলে হারিয়ে হতবাক করেছে ফ্রান্সের ক্লাব লিলে। ইনজুরি নিয়ে কিলিয়ান এমবাপ্পে মাঠে নেমেও দলকে রক্ষা করতে পারেননি। 

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের বড় দল হয়ে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডি মারিয়াদের পর্তুগিজ ক্লাব বেনফিকা। অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখও। ৯ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা জার্মান ক্লাবটি অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। 

ডি মারিয়ার গোল উদযাপন। ছবি: এএফপি

বুধবার রাতের ম্যাচে লিলের বিপক্ষে এনড্রিককে শুরুর একাদশে রাখেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরি থেকে ফেরা এডওয়ার্ড কামাভিঙ্গাকে খেলার সুযোগ করে দেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্লাঙ্কোসরা। 

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ইনজুরিতে পড়া এমবাপ্পেকে মাঠে নামান কোচ ডন কার্লো। লুকা মডরিচ, আর্দা গুলেরকে নামিয়েও ম্যাচে সমতা করতে পারেনি সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। গোলের লক্ষ্যে ছয়টি শট নিলেও জালে পাঠাতে পারেনি বল। ম্যাচ শেষে কোচ কার্লো স্বীকার করেছেন, হারের পর সমালোচনা তাদের প্রাপ্য।   

চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে লিলের গোল উদযাপন। ছবি: এএফপি

বায়ার্ন মিউনিখ ৭৯ মিনিটে ভিলা পার্কে গোল হজম করে। ভিনসেন্ট কম্পানির দল তা আর শোধ করতে পারেনি। ৭০ শতাংশ বল পায়ে রেখে, ১৭টি শট নিয়েও হতাশ হয়েছে বাভারিয়ানরা। বেনফিকার বড় জয়ের দুই গোল এসেছে পেনাল্টি থেকে। ম্যাচের ১৩ মিনিটে কেরেম আক্তেরকগলু পর্তুগিজ ক্লাবকে এগিয়ে নেন। ৫২ মিনিটে ডি মারিয়া পেনাল্টি থেকে গোল করেন। ৭৫ মিনিটে অ্যালেক্সজান্ডার বাহ ও ৮৪ মিনিটে পেনাল্টি থেকে কোকচু গোল করেন।

আরও পড়ুন

×