ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নতু্‌ন শুরুর লক্ষ্যে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

ভারত-বাংলাদেশ

নতু্‌ন শুরুর লক্ষ্যে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৩:৫৭

১৪ বছর পর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। নতুন করে স্টেডিয়াম তৈরি হয়েছে। এখানেই আজ স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

নাজমুল হোসেন শান্ত আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, ‘এ সিরিজ থেকে আপনি দেখতে পারবেন আমাদের খেলোয়াড়দের মধ্যে অন্য এক অ্যাপ্রোচ খেলছে। সবাই জেতার জন্যই খেলবে।’

টি২০ ফরম্যাটে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হলেও তাদের বর্তমান দলটির বেশির ভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন অভিজ্ঞ। অভিষেক শর্মা, রিংকু সিং মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত। বাংলাদেশি ব্যাটারদের জন্য বেশি হুমকি হয়ে উঠতে পারেন ১৫২ কিলোমিটার গতিতে বল করতে পারা মায়াঙ্ক যাদব। তবে ২০ ওভারের খেলায় স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা বাংলাদেশের আছে। কারণ নাজমুল হোসেন শান্তদের দলটি মোটামুটি অভিজ্ঞ। সাকিব আল হাসান ছাড়া মোটামুটি বিশ্বকাপ দলই খেলছে। তারকা এ অলরাউন্ডারের জায়গায় মেহেদী হাসান মিরাজ নিজেকে মেলে ধরতে পারেন নতুনভাবে উজ্জীবিত হয়ে।

এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের। আর সেটি হলে অভিষেক হবে তার। একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমনও। সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারেন। তবে একাদশে তিন পেসার থাকছেন এটুকু এক রকম নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

×