ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুলতান টেস্টের একাদশ ঘোষণা পাকিস্তানের 

মুলতান টেস্টের একাদশ ঘোষণা পাকিস্তানের 

ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ (বাঁয়ে) ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদের শিরোপা উন্মোচন। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৭:১৩

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টেই হেরেছে পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবেন শান মাসুদ-বাবর আজমরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে সোমবার। ওই টেস্টের একাদশ একদিন আগেই ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। 

স্বাগতিকদের একাদশে ঢুকেছেন পেস অলরাউন্ডার আমের জামাল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আছেন একাদশে। স্পিন আক্রমণে রাখা হয়েছে আবরার আহমেদকে। বাংলাদেশ সিরিজে ভালো করতে পারেননি এই লেগি। 

পাকিস্তানের মূল চিন্তার জায়গা ব্যাটিং। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বান্ধব উইকেটে খেলেও হেরেছে তারা। মুলতানের উইকেটও ব্যাটিং বান্ধব হতে পারে। কিন্তু শান মাসুদ, আব্দুল্লাহ শফিক, সাঈম আইয়ূবরা রান না পেলে ইংল্যান্ডের বাজ বলের বিপরীতে বিপতে পড়তে হবে স্বাগতিকদের। 

পাকিস্তানের প্রথম টেস্টের একাদশ: সাঈম আইয়ূব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, আমের জামাল, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।

আরও পড়ুন

×