ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রুটের ডাবল-ব্রুকের ট্রিপল, জয়ের আশা ইংল্যান্ডের 

রুটের ডাবল-ব্রুকের ট্রিপল, জয়ের আশা ইংল্যান্ডের 

জো রুটের সঙ্গে হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ২০:৫৫

মুলতান টেস্টের প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে পাকিস্তান। পাল্টা জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়েছে ইংলিশরা। জো রুট ডাবল সেঞ্চুরি করেছেন। হ্যারি ব্রুক পেয়েছেন ট্রিপল সেঞ্চুরি। 

প্রথম ইনিংস থেকে ২৬৭ রানের লিড নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৮২ রানে পাকিস্তানের ৬ উইকেট নেওয়ার পর ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে তারা। এখনও ১১৫ রানে পিছিয়ে শান মাসুদরা। রানে উৎসবের ম্যাচেও তাই জয়ের পথে ইংল্যান্ড। 

মুলতান টেস্টে ইংল্যান্ড ইতিহাসের চতুর্থ দলীয় সর্বোচ্চ রানের কীর্তি গড়েছে। দলের পক্ষে ওপেনার জ্যাক ক্রলি ৭৮ রান করেন। জো রুট খেলেন টেস্ট ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস। হ্যারি ব্রুক টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটা ট্রিপল সেঞ্চুরিতে নিয়েছেন। ৩১৭ রানে আউট হন তিনি। এছাড়া বেন ডাকেট ৮৪ রান যোগ করেন। 

দ্বিতীয় ইনিংসে নেমে পাকিস্তান ৪১ রানে চতুর্থ ও ৫৯ রানে পঞ্চম উইকেট হারায়। শেষে আঘা সালমান ৪১ ও আমের জামাল ২৭ রানের ইনিংস খেলে দিন শেষ করেন। চতুর্থ দিন অন্তত দুই সেশন ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হবে তাদের। না হলে হারতে হবে মুলতান টেস্ট।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ১০২ রানের ইনিংস খেলেন। অধিনায়ক শান মাসুদ ১৫১ রান যোগ করেন। সূদ শাকিল ৮২ ও আগা সালমান ১০৪ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে পাকিস্তানের তিন উইকেট নেন জ্যাক লিচ। দুটি করে উইকেট নেন গাস আটকিনসন ও ব্রাইডন কার্স। পাকিস্তানের সাঈম আইয়ূব ও শান মাসুদ দুটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে আটকিনসন ও কার্স দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা দিয়েছেন।

আরও পড়ুন

×