ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক আকবর আলি

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ১৭:১৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ | ১৮:০২
টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের এখন নিয়মিত মুখ তাওহিদ হৃদয়। তাকে রেখেই আসন্ন ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি।
২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৮ পেরুনো বাঁহাতি পেসার আবু হায়দার রনিকেও রাখা হয়েছে এই দলে। ভারত সফরের দলে থাকা জাকের আলি অনিক, পারভেজ হোসেন ইমন ও পেসার তানজিম হাসান সাকিবও জায়গা পেয়েছে। এরমধ্যে তানজিম জাতীয় দলে সীমিত ওভারে নিয়মিত মুখ। দলে আছেন জাতীয় দলে জায়গা হারানো নাঈম শেখও। ‘উদীয়মান’ হিসেবে দলে আছেন ব্যাটার জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিক। ইমার্জিং এশিয়া কাপের দলে ডাকা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকেও।
আগামী ১৮ অক্টোবর ওমানের মাসকটে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ অক্টোবর আফগানিস্তান এবং ২২ অক্টোবর তারা খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে।
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
- বিষয় :
- ইমার্জিং এশিয়া কাপ
- বাংলাদেশ ক্রিকেট