ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভিলার জয়ের দিনে মার্টিনেজের দুর্দান্ত সেভ

ভিলার জয়ের দিনে মার্টিনেজের দুর্দান্ত সেভ

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ২২:২৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ | ২২:২৫

পেনাল্টিতে সর্বকালের সেরা গোলরক্ষক বলা যায় আর্জেন্টিনার এমি মার্টিনেজকে। পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে। এই মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে শুধু টাইব্রেকার নয় ম্যাচ চলাকালীন পেনাল্টি সেভ করেও দলকে জিতিয়েছেন নয়তো হারের হাত থেকে বাঁচিয়েছেন। আজ অ্যাস্টন ভিলার জয়েও আছে মার্টিনেজের দুর্দান্ত সেভ। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে ৩-১ গোলে হারিয়েছে মার্টিনেজের অ্যাস্টন ভিলা। 

ঘরের মাঠে আজ ম্যাচের ৫ মিনিটেই ফুলহামকে লিড এনে দেন মেক্সিকান ফরোয়ার্ড রাউল জিমেঞ্জ। ৯ মিনিটে ভিলাকে সমতা এনে দেন রজার্স। ২৭ মিনিটে পেনাল্টি পায় ফুলহাম। পেনাল্টি নিতে আসে ব্রাজিলের আন্দ্রেস পেরেইরা। ক্ষিপ্রগতিতে তার শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ। প্রথমার্ধের আগে তেমন সুযোগ সৃষ্টি করতে না পারায় সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ভিলাকে এগিয়ে নেন ওলি ওয়াটকিনস। ৬৪ মিনিটে জোয়াচিম অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহাম। এই সুযোগে আরও আক্রমণাত্নক হয়ে উঠে ভিলা। ক্রমাগত আক্রমণে এক সময় নিজেদের জালেই গোল করে বসে ফুলহামের ইসা ডিওপ। ম্যাচের শেষ মুহূর্তে দুই হলুদ কার্ডে মাঠ থেকে বের হয়ে যান ভিলার ফিলোজেন বিডাসে। এতে দুদলই ১০ জনের দলে পরিণত হয়।

এই জয়ে ৮ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৩ জয়ে ফুলহাম আছে ৯ নম্বরে। তালিকার ১ নম্বরে আছেন লিভারপুল দুইয়ে ম্যানচেস্টার শীতই।

আরও পড়ুন

×