স্পিন চ্যালেঞ্জ সামলে জিততে চান মার্করাম

মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক মার্করাম। ছবি:: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ২০:১৯
পরিসংখ্যান বলছে উপমহাদেশে টেস্টে ‘বাজে দল’ দক্ষিণ আফ্রিকা। গত ১০ বছরে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান সফর করে কোন টেস্ট জিততে পারেনি প্রোটিয়ারা। ১৪ ম্যাচের মধ্যে হেরেছে ১০টি। বৃষ্টি বিঘ্নিত চার টেস্ট ড্র হয়েছে।
উপমহাদেশে এসে দক্ষিণ আফ্রিকা ২০১৪ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার টেস্ট জিতেছে। এবার বাংলাদেশের বিপক্ষে হারের ওই বৃত্ত ভাঙতে টান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তবে ডানহাতি এই ব্যাটার জানেন, কাজটা সহজ নয়। ওই কঠিন কাজটা করেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
মিরপুরে সোমবার প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। দল হিসেবে ভালো অবস্থানে আছি। এই সিরিজ খেলতে মুখিয়ে আছি।’
বাংলাদেশ সফর তার দলের জন্য স্পিন সামলাতে শেখার ভালো সুযোগ বলেও মনে করেন মার্করাম, ‘অনুমিতভাবে স্পিনই বেশি আলোচনার বিষয়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জন্য। দেশে আমরা এমন কন্ডিশনে খেলি না। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। আমাদের দলটা তরুণ এবং বেশি টেস্ট খেলেনি। খেলোয়াড় হিসেবে নতুন কন্ডিশনে খেলতে শেখা উচ্ছ্বাসের। এখানে টেস্ট খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। এই টেস্ট এবং উপমহাদেশের অন্যান্য সিরিজ খেলতে মুখিয়ে আছি।’
টেস্ট জেতা কঠিন হবে বলেও মনে করেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে দুর্দান্ত খেলা মার্করাম, ‘অবশ্যই, আমরা এখানে জিততে এসেছি। ভালো ক্রিকেট খেলতে চাই, স্পিন খেলার মতো ভালো ক্রিকেটার আছে দলে। তবে আমাদের সন্দেহ নেই যে, এটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। একইসঙ্গে এটা উচ্ছ্বসিত হওয়ার মতোও বিষয়।’