ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমিরাতের বিপক্ষে টাইগার যুবাদের বড় জয়

আমিরাতের বিপক্ষে টাইগার যুবাদের বড় জয়

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ১৬:৩২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ | ১৬:৪৬

চার ম্যাচের সিরিজের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার যুবাদের মুখোমুখি হয় তারা। যেখানে আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে আমিরাত। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৪.১ ওভারেই জয়ের উৎসবে মাতে তামিমের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে আমিরাত। ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান খান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে কিরণ রায় ও মাদাভ মনোজের ব্যাট থেকে। ৩২ রান খরচায় ৪ উইকেট নেন রাজিন, রাফি পান ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ফাহাদ ও রাতুল।

জবাবে দলীয় ২২ রানে আবরারকে (২) হারায় বাংলাদেশ। এরপর বড় জুটি গড়েন রিফাত বেগ ও তামিম। দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন রিফাত। ৭৯ বলে ৭১ রান করেন তিনি। বাকিটা পথ কালাম সিদ্দিকিকে নিয়ে পার করেন তামিম। ৬ রানে অপরাজিত কালাম ও ৭১ রানে অপরাজিত থাকেন তামিম। বল হাতে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরষ্কার পান রাজিন।

আরও পড়ুন

×