চট্টগ্রাম টেস্টের রেকর্ডময় একদিন

ছবি- ক্রিকইনফো
সুমন মেহেদী, চট্টগ্রাম থেকে
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ২২:০৮
৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে ৩২ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের স্কোরবোর্ডে মাত্র ৩৮ রান। ৬ রানে মুমিনুল ও ৪ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন শান্ত।
চট্টগ্রাম টেস্টে হয়েছে বেশকিছু রেকর্ড। সেটার টুকরো কিছু রেকর্ড সমকালের পাঠকদের জন্য দেওয়া হলো-
সাত বছর পর প্রোটিয়াদের পাঁচশ’: ব্লুমফন্টেইনে সাত বছর আগে বাংলাদেশের বোলারদের এমন কঠিন সময় উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ২০১৭ সালের ওই টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৭৩ রানের বিশাল সংগ্রহ তুলে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। ৪ ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। পরের ৪৯ টেস্টের কোন ইনিংসে ৫০০ রানের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা। যা এবার চট্টগ্রামে পেল দক্ষিণ আফ্রিকা।
তাইজুলের ৫ উইকেট: ঢাকা টেস্টে দারুণ বোলিং করেছিলেন তাইজুল ইসলাম। ইনিংসে ৫ উইকেটসহ নিয়েছিলেন ৮ উইকেট। টেস্ট ক্যারিয়ারের দুইশ’ উইকেটের কীর্তিও গড়েন। চট্টগ্রাম টেস্টেও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এটি তার ১৪বার ইনিংসে ৫ উইকেট। দেশের পক্ষে সর্বাধিক ১৯বার ৫ উইকেট নেওয়ার কীর্তি সাকিব আল হাসানের দখলে।
টেস্টের সেরা বোলার রাবাদা, ফের শীর্ষে ফেরা: টেস্টের বোলিংয়ে র্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার কাগিসু রাবাদা। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেট নেন তিনি। এতেই রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, জস হ্যাজলউডদের ছাড়িয়ে র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফরে এসে টেস্টের বোলিং র্যাংকিংয়ে শীর্ষে ওঠেন রাবাদা। ঢাকায় ৩০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
তিন সেঞ্চুরিতে ভাঙল ৭৫ বছরের রেকর্ড: চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ওপেনার টনি ডি জর্জি ১৭৭ রানের ইনিংস খেলেন। তিনে নেমে ত্রিস্টান স্টাবস খেলেন ১০৬ রানের ইনিংস। ওয়ান মুলডার বাউন্ডারি মেরে সেঞ্চুরি করতেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তাদের তিন ব্যাটার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন। ৭৫ বছর পরে টেস্ট তিন ব্যাটারের প্রথম সেঞ্চুরি দেখল। এর আগে ১৯৪৮-৪৯ মৌসুমে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার টেস্টের প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। এছাড়া এশিয়ার মাটিতে এবারই প্রথম এক ইনিংসে তিন সেঞ্চুরি পেল প্রোটিয়ারা।
৫ রান জরিমানা: বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করার আগেই স্কোরবোর্ডে যোগ হয় ৫ রান। ওই রানটা জরিমানা হিসেবে পেয়েছে স্বাগতিকরা। ইনিংসের ১৪৪তম ওভারে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি পাওয়া সেনুরান মুত্তুশামী উইকেটের ওপর দিয়ে দৌড়ান। যে কারণে ওই ৫ রান দক্ষিণ আফ্রিকাকে জরিমানা করেছেন মাঠে থাকা আম্পায়ার।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা