আফগানিস্তান সিরিজ খেলতে দেশ ছাড়লেন ক্রিকেটাররা

ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ১৭:২৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ১৯:৪৬
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। নভেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা ছেড়েছেন টাইগার বাহিনীর একাংশ। বাকিরা রোববার (৩ নভেম্বর) একই সময়ে রওনা দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
প্রথম বহরে যাচ্ছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। এছাড়া হেড কোচ ও স্পিন বোলিং কোচ ছাড়া বাকি তিন কোচ এই বহরে যাচ্ছেন।
দ্বিতীয় বহরে আগামীকাল রোববার যাবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও জাকির হাসান। তাদের সফরসঙ্গী হবেন প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।
বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
- বিষয় :
- বাংলাদেশ
- আফগানিস্তান
- ওয়ানডে সিরিজ