ঢাকা মেট্রোকে হারালেন এনামুল-মাহেদী

ন্যাশনাল লিগে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা শেখ মাহেদী। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ১৬:৫০
জাতীয় লিগে ঢাকা মেট্রোপলিসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে খুলনা ডিভিশন। চার দিনের এই ম্যাচে খুলনার ব্যাটার এনামুল হক ও অলরাউন্ডার শেখ মাহেদী ভালো খেলেছেন। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহেদী।
সিলেটে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও অমিত মজুমদারের সেঞ্চুরিতে ৩৭৬ রান তোলে খুলনা। এনামুল ১২৫ রান করেন। অমিত ১৪৫ রান যোগ করেন। ইমরুল কায়েস ৪৬ রানের ইনিংস খেলেন। তবে মিডল ও লোয়ার মিডলের ব্যাটাররা রান পাননি।
জবাবে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। খুলনা ১৬৬ রানের লিড পাওয়ায় ঢাকাকে ফলোঅন করায়। দ্বিতীয় ইনিংসে নেমে মার্শাল আইয়ূবের ১৫২ রানে ভর করে ৩৭২ রান করে ঢাকা মেট্রো। আমিনুল ইসলাম ৭৩ রান করেন।
খুলনা জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য পায়। এনামুল ৭১ রান করে আউট হন। তবে অমিত ৪৬ ও ইমরুল কায়েস ৮০ বলে ৮৩ রান করে দলের জয় তুলে নেন। শেখ মাহেদী প্রথম ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নেন।
- বিষয় :
- জাতীয় ক্রিকেট লিগ
- শেখ মেহেদী হাসান