ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন

জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ২১:৫৩

মোহাম্মদ সালাউদ্দিনের নিয়োগ একপ্রকার নিশ্চিত হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। আজ সেটাও সেরে ফেলল বিসিবি।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশের সফল এ কোচকে।

বিসিবি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। অর্থাৎ ফিল সিমন্সের সঙ্গে মিল রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। সালাউদ্দিন আগেও জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।

আরও পড়ুন

×