পুরস্কারের কোটি টাকার চেক পেলেন সাফজয়ীরা

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৬:১১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ১৬:৩১
নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন ওই দলের জন্য ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (সোমবার) ওই চেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
সাফ জয়ী দলে খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ৩২ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ওই অর্থ ভাগ করে দেওয়া হয়েছে। সেজন্য প্রতি জনের নামে আলাদা চেক প্রস্তুত করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩২ জনের প্রতিজনের নামে ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকার চেক পেয়েছে বাফুফে।
এছাড়া এবারের সাফ চ্যাম্পিয়ন দলের জন্য দেড় কোটি টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। ওই অর্থও দ্রুতই মেয়েরা হাতে পেয়ে যাবেন বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাফুফে) ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে সাফ জয়ী মেয়েদের জন্য।
- বিষয় :
- সাফ চ্যাম্পিয়নশিপ
- সাবিনা খাতুন