বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের

ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ০০:০৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ০০:১৫
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে ওঠে অঘোষিত ফাইনাল। কিন্তু এমন ম্যাচে বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ে হারতে হল বাংলাদেশকে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আফগানরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে রশিদ-নবীরা।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার ২৩ বলে তিন চারের শটে ২৪ রানের ইনিংস খেলেন। তানজিদ তামিম ১৯ রান করেন। চারে নেমে অধিনায়ক মেহেদী মিরাজ ও ছয়ে নামা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। মিরাজ ১১৯ বলে ৬৬ রান করেন। চারটি চারের শট মারেন তিনি।
সেঞ্চুরির পথে ছিলেন রিয়াদ। তিনি ৯৮ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ৪ রান দরকার ছিল রিয়াদের। কিন্তু তিন বল খেলেও তা করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কার শট আসে। ৮ উইকেট হারিয়ে ২৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই। এ ছাড়াও মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট নেন।
২৪৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে আফগানদের উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। অষ্টম ওভারে বল করতে এসে এই জুটি ভাঙেন নাহিদ রানা। বাংলাদেশের জার্সিতে অভিষেক ওয়ানডে খেলতে নামা এই পেসারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার সাদিকুল্লাহ (১৪)। এরপর দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। মুস্তাফিজের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনে নামা রহমত শাহ (৮)। কিন্তু জীবন পাওয়া রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১০০ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করা গুরবাজকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন মেহেদী মিরাজ। ৫ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১০১ রান করেন গুরবাজ।
দলীয় ১৮৮ রানে নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই নাইবকে ফেরান নাহিদ। জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ৫ বলে ১ রান করে ফেরেন নাইব। জয়ের জন্য ৩০ বলে আফগানিস্তানের প্রয়োজন ৩৩ রান। ওমরজাই-মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ১০ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। অপরাজিত থেকে ওমরজাই ৭০ এবং নবী ৩৪ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন নাসুম।
- বিষয় :
- বাংলাদেশ-আফগানিস্তান