ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরিজ হারিয়ে শান্তদের র‌্যাঙ্কিং ছিনিয়ে নিল আফগানরা

সিরিজ হারিয়ে শান্তদের র‌্যাঙ্কিং ছিনিয়ে নিল আফগানরা

সিরিজের শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান। ছবি: এসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১১:১০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৩:৫৮

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে খারাপ খবর পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে তারা।

সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেখানে সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশ। শান্তদের নয়ে ঠেলে তাই আটে উঠে গেছে আফগানরা।

সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। আফগানিস্তান অবশ্য তিন সিরিজ ধরেই দারুণ খেলছে। শারজাহয় তারা আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর হারালো বাংলাদেশকে।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। স্কটল্যান্ড থেকে পিছিয়ে টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে ১৩ নম্বরে আছে। 

আরও পড়ুন

×