ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আঙুলের চোটে শামীম পাটোয়ারি

আঙুলের চোটে শামীম পাটোয়ারি

জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারি। ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ২১:২৮

টেস্ট ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগে ব্যাটিংয়ের সময় আঙুলের চোটে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারি। দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তার। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

শামীম ইনজুরি কাটিয়ে টি-২০ ফরম্যাটে হওয়া জাতীয় ক্রিকেট লিগে ফেলার বিষয়ে আশাবাদী। সেখানে এক-দুটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন তিনি। 

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে জাতীয় ক্রিকে লিগ টি-২০। সাত বিভাগের আট দল নিয়ে ১২ দিনের টুর্নামেন্টটি মাঠে গড়াবে। 

অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজ শুরু হবে ১৬ ডিসেম্বর। তিন ম্যাচের ওই টি-২০ সিরিজের আগে ফিট হয়ে পারফর্ম করতে পারলে ডাক পেতে পারেন বাঁ-হাতি এই ব্যাটার। 

আরও পড়ুন

×