উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

ব্রাজিল ফুটবল দল। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ০৭:০৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ০৭:১০
চলতি বছরের শেষ ম্যাচে দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা দল উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। ম্যাচের একদিন আগেই দলের একাদশ প্রকাশও করেছেন সেলেসাও কোচ।
আজকের খেলায় দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও অ্যাবনার। ব্রুনো গুইমারেস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর জেসুস এবং সাভিনহো।
বর্তমানে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।
এর আগে কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই আজ প্রতিশোধের এই ম্যাচে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বিকল্প দেখছেন না সেলেসাও কোচ।
ব্রাজিল একাদশ
এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গুইমারেস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস এবং সাভিনহো।
খেলা দেখবেন যেভাবে
ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমগুলোতে বিনামূল্যে ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ব্রাজিলের ম্যাচ দেখতে এখানে ক্লিক করুন।