রাজ্জাকের হতাশা
‘সবারই টি-টোয়েন্টির প্রতি বাড়তি ঝোঁক’

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১৯:৪৮
বাংলাদেশি ক্রিকেটারদের টেস্ট খেলায় আগ্রহ কমছে- এমন অভিযোগ দীর্ঘদিনের। বড় তারকারা টেস্ট এড়িয়ে সাদা বলের ক্রিকেট কিংবা বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি আগ্রহী। বিষয়টি শুধু গুঞ্জন নয়, জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক তা সরাসরি স্বীকার করেছেন।
বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, 'চরম সত্য হলো, সবাই টি-টোয়েন্টি খেলার জন্য উন্মুখ।'
দেশের ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার রাজ্জাক মনে করেন, বর্তমান প্রজন্ম টি-টোয়েন্টিকেই প্রকৃত ক্রিকেট হিসেবে ধরে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে সবাই টি-টোয়েন্টি ফরম্যাটকেই প্রকৃত ক্রিকেট মনে করছে। এটা সবচেয়ে বড় কারণ।'
খেলোয়াড়ি জীবনে দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় কাটানো রাজ্জাক বিস্মিত বর্তমান প্রজন্মের এই মানসিকতায়। তার অভিজ্ঞতায়, ঢাকার প্রিমিয়ার লিগ এখনো ক্রিকেটারদের সবচেয়ে বেশি অর্থ উপার্জনের সুযোগ দেয়। তবু টি-টোয়েন্টির প্রতি ঝোঁক কেন বাড়ছে, তা নিয়ে চিন্তিত রাজ্জাক।
তিনি বলেন, 'আমার জানা মতে, গড়পড়তা সব ক্রিকেটারই ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বেশি আয় করে। তারপরও টি-টোয়েন্টির প্রতি সবার এমন আগ্রহের কারণ কিছুতেই বুঝতে পারছি না।'
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে পড়া এবং তরুণ প্রজন্মের এমন মানসিকতা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
- বিষয় :
- আব্দুর রাজ্জাক
- বাংলাদেশ
- ক্রিকেট