এনসিএলেও কেন দল পেলেন না সাব্বির, জানালেন রাজ্জাক

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ২০:৩১
গত মাস থেকেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর। আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট এখনও চলমান রয়েছে। তবে এনসিএলে নিজ বিভাগ রাজশাহীর হয়ে খেলার সুযোগ পাননি সাব্বির রহমান। দলটির তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম-তাওহিদ হৃদয়রা না থাকার পরেও ডানহাতি এই ব্যাটারের সুযোগ মেলেনি।
তবে ডিসেম্বরে আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে সাব্বির খেলতে পারবেন বলে মনে করেন আব্দুর রাজ্জাক। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির এই নির্বাচক। এ সময় সাব্বিরকে নিয়ে রাজ্জাক বলেন, ‘সাব্বিরকে লঙ্গার ভার্সনের জন্য ওরা নিতে চায়নি, ওদের কোচ বা ক্যাপ্টেন। এক্ষেত্রে আমরা তাদের পুশ করতে পারি না। আমার মনে হয় সাব্বিরকে টি-টোয়েন্টিতে নেবে, আমি মোটামুটি শিওর।’
বিশ্বক্রিকেটের পুরো চিত্র বদলে দিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। চার-ছক্কার এই ফরম্যাট, অন্য দুই ফরম্যাটের চেয়ে বেশি জনপ্রিয়। খেলোয়াড়রাও তাই এই ফরম্যাটকে বেশি গুরুত্ব দেন। তবে ক্রিকেটারদের এমন প্রবণতা দেখে বেশ অবাক রাজ্জাক।
রাজ্জাকের মতে, ‘সবাই টি-টোয়েন্টি খেলার জন্য খুবই উদগ্রীব। সবাই টি-টোয়েন্টিকেই ক্রিকেট মনে করছে। যদিও আমার কাছে মনে হয় বিপিএলের চেয়েও হয়তো প্রিমিয়ার লিগে বেশি আয় করে ক্রিকেটাররা। তারপরও কেন জানি টি-টোয়েন্টিতেই সবার একটা বাড়তি আগ্রহ আছে।’
আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২৩ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
- বিষয় :
- আব্দুর রাজ্জাক