ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পার্থে অশ্বিনের প্রথম, রেড্ডির অভিষেক, একাদশে ফিরছেন তিনজন

পার্থে অশ্বিনের প্রথম, রেড্ডির অভিষেক, একাদশে ফিরছেন তিনজন

পার্থ টেস্টের আগে অনুশীলনে অশ্বিনরা। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১৬:০৩

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট; যেকোন দলের জন্য কঠিন পরীক্ষা। ওই পরীক্ষাটাকে গত কয়েক বছরে জমজমাট লড়াইয়ে পরিণত করেছে ভারত। বোর্ডার-গাভাস্কার সিরিজে এবারের পাঁচ ম্যাচেও লড়াইয়ের আভাস মিলছে। তবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ এ শুরু হওয়া প্রথম ম্যাচে ছুটি, ইনজুরি ও ফিটনেস জটিলতার কারণে ব্যাকফুটে থেকে শুরু করতে হচ্ছে ভারতের।

অধিনায়ক রোহিত শর্মা পার্থে প্রথম টেস্টে খেলতে পারবেন না। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী ও সন্তানের পাশে থাকতে ছুটি নিয়েছেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন তিনি। রোহিত না থাকায় টেস্টে নেতৃত্বের অভিষেক হচ্ছে জাসপ্রিত বুমরাহর।

রোহিতের জায়গায় পার্থে কেএল রাহুল ওপেনিং করবেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। এই রাহুল আবার টেস্ট দলের বাইরে ছিলেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি। টপ অর্ডারে ব্যাট করার চ্যালেঞ্জ নিতে হবে এই ডানহাতিকে। ব্যাটিং অর্ডারে নেই শুভমন গিলও। তিনিও ইনজুরিতে আছেন। তার জায়গায় গত মার্চে একমাত্র টেস্ট খেলা দেবদূতের পাডিক্কালকে দেখা যেতে পারে।

মিডল অর্ডারে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো এক ইনিংস খেলেছিলেন সরফরাজ খান। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে গা গরমের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তিনি। সরফরাজের জায়গায় খেলানো হবে ধ্রুব জুরেলকে। পার্থ টেস্টে ভারতের চমকের নাম নিতিশ কুমার রেড্ডি। ২১ বছর বয়সী এই পেস অলরাউন্ডারের বড় সিরিজের বড় ম্যাচ দিয়ে অভিষেক হতে পাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারে রবিশচন্দন অশ্বিনের পার্থে টেস্ট খেলা হয়নি। অস্ট্রেলিয়ায় এটি তার পঞ্চম সফর। ২০১৮ সালে সর্বশেষ পার্থে টেস্ট খেলেছে ভারত। ওইবার অশ্বিন দলে থাকলেও চার পেসার নিয়ে খেলায় জায়গা হয়নি তার। এবারও ভারত নিতিশ রেড্ডিসহ চার পেসার নিয়ে খেলবে। তবে রবীন্দ্র জাদেজাকে না খেলিয়ে সুযোগ দেওয়া হতে পারে অশ্বিনকে।

ভারতের সম্ভাব্য একাদশ: জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, নিতিশ রেড্ডি, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ, মোহাম্মদ সিরাজ। 

আরও পড়ুন

×