ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাহুল-জয়সোয়ালে পার্থে দুর্দান্ত দিন ভারতের 

রাহুল-জয়সোয়ালে পার্থে দুর্দান্ত দিন ভারতের 

ওপেনিংয়ে রাহুল ও জয়সোয়াল ১৭২ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৭:৫৪

পার্থ টেস্টের প্রথম দিনই ১৭ উইকেট হারায় দুই দল। ভারত ধসে যায় মাত্র ১৫০ রানে। ৬৭ রানে অস্ট্রেলিয়া হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট তিনদিন পার হবে না। তবে দ্বিতীয় দিন তরুণ জশস্বী জয়সোয়াল ও দলে ফেরা অভিজ্ঞ কেএল রাহুল দারুণ ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। দলকে বড় লিডের পথে তুলে নিয়ে টেস্টের লাগাম হাতে নিয়েছেন। 

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানে অলআউট হয়। সকালে তারা ২৫ ওভার ব্যাটিং করে। ভারত প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড তুলে নেয়। দিনের বাকি সময়টা অর্থাৎ ৫৭ ওভার নির্বিঘ্নে ব্যাটিং করেছেন জয়সোয়াল ও রাহুল। তারা ১৭২ রান তুলেছেন। ভারতের লিড গিয়ে দাঁড়িয়েছে ২১৮ রানে। অজিদের সাত বোলার হাত ঘুরিয়েও পায়নি কোন সুখবর। 

রাহুল এবং জয়সোয়াল ক্রিজে সেট হলেও বেশ ধীরে রান করেছেন। তরুণ জয়সোয়াল ১৯৩ বল খেলে ৯০ রান করে দিন শেষ করেছেন। তিনি ৪৬.৬৩ স্ট্রাইক রেটে রান করেছেন। যদিও সাত চারের সঙ্গে দুই ছক্কা মেরে রেকর্ড গড়েছেন ২২ বছরের এই ব্যাটার। টেস্টে এক বছরে ৩৪ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালামের ৩৩ ছক্কার রেকর্ড। সংখ্যাটাকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ আছে তার সামনে। 

রাহুল খেলেছেন ১৫৩ বলে ৬২ রানের ইনিংস। তিনি ৪০.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন। চারটি চার মেরেছেন এই ডানহাতি ব্যাটার। তাদের ১৭২ রানের জুটিতে ভেঙেছে রেকর্ডও। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তারা। এর আগে ১৯৮৬ সালে গাভাস্কার ও শ্রীকান্ত ১৯১ রানের জুটি গড়েছিলেন। ১৯৮১ সালে গাভাস্কার ও চৌহান ১৬৫ রানের জুটি দিয়েছিলেন। বিরেন্দ্র শেবাগ ও আকাশ চোপড়া ২০০৩ সালে গড়েছিলেন ১৪১ রানের জুটি। 

এর আগে অজিদের ধসিয়ে দেওয়া ইনিংসে মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এছাড়া হারশিট রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ নিয়েছেন ২ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন জস হ্যাজলউড। দুটি করে উইকেট নেন কামিন্স, মার্শ ও স্টার্ক।  

আরও পড়ুন

×