বাটলার গুজরাটে, রাহুলকে নিল দিল্লি

কেএল রাহুল ও জস বাটলার।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৮:২৭
আইপিএলের মেগা নিলামে বাজিমাত করতে শুরু করেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। নিলামে সবচেয়ে বেশি দামে দল পেয়েছেন ঋষভ পান্ত। গত মৌসুমে দিল্লিতে খেলা তারকাকে এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্ট রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে।
পাঞ্জাব সুপার কিংস ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে শ্রেয়াস আইয়ারকে দলে পেতে। এছাড়া বাঁ-হাতি পেসার আর্শদ্বীপ সিংকে ১৮ কোটিতে কিনেছে পাঞ্জাব। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও একই দামে দলে নিয়েছে দলটি।
নিলামে জস বাটলার, কেএল রাহুলদের নিয়েও লড়াই হওয়ার কথা ছিল। হয়েছেও। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। ২ কোটি ভিত্তি মূল্যের বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৪ কোটিতে রাহুলকে পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস।
এছাড়া নিলাম থেকে পেসার মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। মিশেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে পেয়েছে দিল্লি। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কাগিসু রাবাদাকে দলে ভিড়িয়েছে গুজরাট। মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
লিয়াম লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ লাখে পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ কোটি ৫০ লাখে ডেভিড মিলার গেছেন লক্ষ্ণৌতে। নিলামে তোলা প্রথম ১২ জনের মধ্যে কাউকে দলে নেননি কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস।
- বিষয় :
- আইপিএল
- কেএল রাহুল
- জস বাটলার