ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভেঙ্কেটেশের দাম ২৪ কোটি, মুম্বাইয়ের ইশান হায়দরাবাদে 

ভেঙ্কেটেশের দাম ২৪ কোটি, মুম্বাইয়ের ইশান হায়দরাবাদে 

কেকেআরেই থাকলেন ভেঙ্কেটেশ আইয়ার। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২১:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ২৩:৩৩

কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কেটেশ আইয়ার। দলটির সামনে সুযোগ ছিল আইয়ারকে ধরে রাখার। কিন্তু ক্লাব তাকে ছেড়ে দেয়। হয়তো দেনা-পাওনা নিয়ে সমঝোতায় আসতে পারেনি দুই পক্ষ। 

আইপিএলের মেগা নিলাম থেকে ওই ভেঙ্কাটেশকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের তৃতীয় দামী ক্রিকেটার তিনি। আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামীও। 

অন্যদিকে ইশান কিশানকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটারের জন্য হায়দরাবাদ ১০ কোটি রুপি খরচ করেছে। ইশান এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ার অভিযোগ ওঠে। 

এছাড়া আইপিএলের দ্বিতীয় রাউন্ডে মোটা অর্থে বিক্রি হয়েছেন বাঁ-হাতি তরুণ আফগান লেগ স্পিনার নুর আহমেদ। চেন্নাই তাকে ১০ কোটি রুপিতে কিনেছে। থাঙ্গারাসা নটরাজনকে দিল্লি ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ও ফ্রেশার ম্যাকগার্ককে নিয়েছে ৯ কোটিতে। প্রসিদ্ধ কৃষ্ণা গুজরাটে গেছেন সাড়ে নয় কোটিতে। কলকাতা কুইন্টন ডি কককে ৩ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে। 

মুম্বাই ইন্ডিয়ান্স ১২ কোটি দিয়ে নিয়েছে ট্রেন্ট বোল্টকে। শ্রেয়াস আইয়ার, চাহাল, আর্শদ্বীপের পর মার্কোস স্টইনিসকে ১১ কোটি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। বেঙ্গালুরু জস হ্যাজলউডকে ১২ কোটি, ফিল সল্টকে ১১.৫০ কোটি ও জিতেশ শর্মাকে ১১ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে। 

এর আগে ঋষভ পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লক্ষ্ণৌ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী এখন তিনি। দ্বিতীয় দামী শ্রেয়াস আইয়ারকে ২৬.৭৫ কোটিতে কিনেছে পাঞ্জাব।   

আরও পড়ুন

×