ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডেম্বেলের লাল কার্ড, বায়ার্নে হেরে টেবিলের তলানিতে পিএসজি

ডেম্বেলের লাল কার্ড, বায়ার্নে হেরে টেবিলের তলানিতে পিএসজি

বায়ার্নের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেম্বেলে। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৭:০৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ | ১৭:৪৯

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে পিএসজি। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক জয় তাদের। মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে প্যারিসের ক্লাবটি। লাল কার্ড দেখেছেন উসমান ডেম্বেলে। এই হারে পয়েন্ট টেবিলে ২৬ এ নেমে গেছে লা প্যারিসিয়ানরা।  

এবারের চ্যাম্পিয়ন্স লিগের পদ্ধতি ভিন্ন। প্রতি দল আটটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা ৮ দল সরাসরি খেলবে দ্বিতীয় রাউন্ডে। পরের ষোলো দল একটি করে প্লে অফ খেলবে। জয়ী ৮ দল যাবে শেষ ষোলো। কিন্তু পিএসজি সরাসরি তো দূরে থাক প্লে অফ খেলার সুযোগ পাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। 

এদিন অবশ্য জিততে কষ্ট হয়ে গেছে জার্মান ক্লাব বায়ার্নের। ভিনসেন্ট কোম্পানির দলের হয়ে ম্যাচের ৩৮ মিনিটে জাপানিজ ডিফেন্ডার কিম মিন জে গোল করেন। ওই এক গোলেই কষ্টের জয় পেয়েছে ক্লাবটি। ম্যাচের ৫৬ মিনিটে ডেম্বেলে লাল কার্ড দেখায় সমতায় ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় মেসি-নেইমারের পর এমবাপ্পেকেও হারানো পিএসজি।  

আরও পড়ুন

×