ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইরিশদের ১৮৫ রানে গুটিয়ে ছুটছে বাংলাদেশ

আইরিশদের ১৮৫ রানে গুটিয়ে ছুটছে বাংলাদেশ

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪১

আগেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে আজ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে ১৮৫ রানের সংগ্রহ গড়েছে সফরকারীরা। হোয়াইটওয়াশ নিশ্চিত করতে আজ নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৮৬ রান।

রান তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই মুর্শিদাকে হারায় বাংলাদেশ। প্রেনডারগাস্টের বলে ফোর্বসের ক্যাচ হয়ে ফেরার আগে ৮ রান করেন তিনি। এরপর শারমিন আক্তারকে নিয়ে জুটি গড়তে থাকেন ফারজানা হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৩৯ রানে অপরাজিত শারমিন ও ১৯ রানে খেলছেন ফারজানা।

এর আগে ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। আইরিশদের হয়ে আজ দুর্দান্ত ব্যাট করেছেন গ্যাবি লুইস। অধিনায়ক লুইস আজ পেয়েছেন ফিফটির দেখা। ৭৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন তিনি। 

দলীয় ৯৭ রানে ফাহিমা খাতুনের বলে লুইস আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৮৫ রানেই অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

আরও পড়ুন

×