ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

নেমেই পেনাল্টি দিলেন ডি জং, জয় বঞ্চিত বার্সা

ছবি-সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০১:১৯ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৭:৫০

বার্সেলোনার ডাগ আউটে জার্মান কোচ হানসি ফ্লিকের মধুচন্দ্রিমা শেষ! উড়তে থাকা কাতালানরা সর্বশেষ পাঁচ লিগ ম্যাচে মাত্র এক জয় পেয়েছে। হেরেছে দুটি। শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে থেকেও ২-২ গোলের সমতায় মাঠ ছেড়েছে তারা।

বার্সার পয়েন্ট হারানোর বড় দায় ফ্রেঙ্কি ডি জংয়ের। ডাচ মিডফিল্ডার ম্যাচের ৬০ মিনিটে বদলি নেমে ৬৪ মিনিটে বেটিসকে পেনাল্টি উপহার দেন।

ম্যাচের ৩৯ মিনিটে ফ্লিকের দল প্রথম লিড নেয়। গোল করেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে বেটিস।

শেষ দিকে আবার জয়ের পথ তৈরি করে ফেলে বার্সা লামিনে ইয়ামালের পাস ধরে বদলি নাম ফেরান তোরেস ৮২ মিনিটে গোল করেন কিন্তু যোগ করা সময়ে গোল খেয়ে জয় বঞ্চিত হয় লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা। 

আরও পড়ুন

×