ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:৩৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৮

সিলেটের কন্ডিশনের সঙ্গে জ্যোতি-শারমিনরা খাপ খাওয়াতে পারছেন না, নাকি ধুন্ধুমার কুড়ি ওভারের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না? আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দেখে এমনই প্রশ্ন জাগছে। মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে একের পর এক রেকর্ড করে হোয়াইটওয়াশের তেতো স্বাদ দিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু সিলেটে গিয়ে টি২০তে তাদের মাঝে সে ধারের ছিটেফোঁটাও দেখা যায়নি। উল্টো সিলেটের মাটিতে তিন টি-টোয়েন্টি হেরে ধবলধোলাইয়ের শিকার হয়েছে জ্যোতিরা।

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারল ৪ উইকেটে। আইরিশ মেয়েরা প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করে সিরিজ জয়। আজ তারা স্বাগতিকদের দিয়েছে হোয়াইটওয়াশের স্বাদ। প্রথম ম্যাচে মাত্র ১২ রানে হারলেও, পরেরটিতে ৪৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানাদের। আজ জয়ের পথে থেকেও বাংলাদেশের মেয়েরা পরাজিত ৪ উইকেটে।

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

১২৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বিপদ বাড়ছিল সফরকারী আয়ারল্যান্ডের। জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই রান আউটে বিদায় নেন আরলেনে ক্যালি। পরের ডেলিভারিতে দৌড়ে দুই রান নেন সেট ব্যাটার লরা ডেলানি। স্বর্ণা আক্তারের ওভারের পরের ৩ বলে ৩ বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডেলানি। ১ বল হাতে রেখেই আয়ারল্যান্ড ম্যাচ জিতল ৪ উইকেটে। 

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আগে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসরা পায় নড়বড়ে পুঁজি। ১৩ ওভারে ১০০ রান বোর্ডে জমা হলেও পরের ৭ ওভারে করতে পারে কেবল ২৩ রান। শেষ ৩৯ বলে ১৯ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট।

আরও পড়ুন

×