প্রথম ম্যাচে ২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৩:১৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের কারণ হিসেবে ২০ রানের ঘাটতির কথা বললেন কোচ সালাউদ্দিন।
সোমবার বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় কোচ বলেন, ‘ছেলেরা উইকেটের ধরন বুঝেই খেলেছে। তবে ২০ রান বেশি হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। যারা ৬০ করেছে, তাদের রান ৯০ হলে পেছনের ব্যাটারদের জন্য সুবিধা হতো।’
প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর মঙ্গলবার সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সফরকারীদের। প্রতিপক্ষকে সম্মান দিয়েও সিরিজে ফেরার আশা সালাউদ্দিনের, ‘গতকাল ক্লোজ ম্যাচ ছিলো। ক্লোজ ম্যাচ যখনই থাকে বুঝতে হয় জয়-পরাজয়ের ব্যবধান খুব কম। যে জায়গা ভুল করেছি সেখানে যদি উন্নতি করতে পারি ফিরতে পারব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল, আমাদের আরও ভালো পরিকল্পনা করে মাঠে আসতে হবে।’
- বিষয় :
- মোহাম্মদ সালাউদ্দিন