ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গ্যাবায় ভারতের শেষ টেস্ট

গ্যাবায় ভারতের শেষ টেস্ট

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৬:৩৩

শনিবার ভোরে গ্যাবায় বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছেন রোহিত-কোহলিরা। সফরকারী ভারতের জন্য ব্রিজবেনের ঐতিহ্যবাহী মাঠে এটাই হতে যাচ্ছে শেষ টেস্ট। কারণ, বিশ্বের অন্যতম সেরা এই টেস্ট ভেন্যু কয়েক বছরের মধ্যে ইতিহাসের পাতায় চলে যাবে। ক্রিকেটের অন্যতম স্মৃতিময় এই মাঠে যারা জিতবে, তারাই সিরিজে এগিয়ে যাবে। সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের বাকি ৩ টেস্টের ফলাফলের ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে কোন দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

২০৩২ সালের অলিম্পিকের আয়োজন ব্রিজবেনে। তাই ৪২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম বছর দুইয়ের মধ্যে তুলে দেওয়া হবে অলিম্পিক অস্ট্রেলিয়ার হাতে। আর নতুন কোনো স্টেডিয়াম খুঁজে নেবেন ক্রিকেট অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ড ক্রিকেট সংস্থার কর্তারা। 

গ্যাবাকে ২০৩২ অলিম্পিকের মূল ভেন্যু করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। সেটা মাথায় রেখেই গ্যাবার খোলনলচে পাল্টে ফেলা হবে। ২০৩২ অলিম্পিকে ক্রিকেটও থাকবে। তবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে ক্রিকেট হবে না। অ্যাথলেটিকস এবং উদ্বোধনী ও সমাপনী হওয়ার কথা রয়েছে এখানে। ভারতের মাথায় অবশ্য এসব নেই। গত টেস্টে হারার পর ব্রিজবেনে জিততে মরিয়া হয়ে উঠেছে ভারত।

সফরকারীরা চিন্তিত ব্যাটিং নিয়ে। বিশেষ করে তাদের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে রান পাননি। আউট হয়েছেন বাজেভাবে। সেটা মাথায় রেখেই গত মঙ্গলবার থেকে জোর অনুশীলন শুরু করে দিয়েছে ভারত। তবে অনুশীলনেও চেনা ছন্দে নেই দুই তারকা। ভারতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে দেখা গেছে, দু’জনই নেটে নিজ দলের বোলিং খেলতে গিয়েই সমস্যায় পড়ছেন। 

ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়াও স্বস্তিতে নেই। তাদের মূল তারকা স্টিভ স্মিথ সিরিজে এখনও রানের দেখা পাননি। ওপেনাররাও রানে নেই। এর মধ্যে গত টেস্টে মার্নাস ল্যাবুশেন হাফ সেঞ্চুরি পাওয়ায় কিছুটা চিন্তা কমেছে স্বাগতিকদের। আর জশ হ্যাজেলউড ফিট হয়ে ওঠায় বোলিং নিয়ে চিন্তা দূর হয়ে গেছে তাদের।

আরও পড়ুন

×