কী হয়েছে লিটনের!

ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৮:১০
কারও চোখে তিনি শিল্পী, কারও মতে দেশের অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা। সে প্রমাণও লিটন কুমার দাস রেখেছেন। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিকের ব্যাটে এখন চৈত্রের খরা চলছে। উইন্ডিজের বিপক্ষে সদ্য হোয়াইটওয়াশ হওয়া ওয়ানডে সিরিজে তাঁর রান ০, ৪ ও ২! ক্যারিবীয়দের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র হওয়া টেস্ট সিরিজেও রান ছিল না তাঁর ব্যাটে। অবাক বিষয় হলো, ধুঁকতে থাকা এই লিটনই ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টি২০ সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
অথচ এই সিরিজেই লিটনের দিকে তাকিয়ে ছিল সবাই। রাজনৈতিক জটিলতায় সাকিব আল হাসান দলে নেই। চোটের কারণে এ সফর থেকে ছিটকে গেছেন দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম; নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও একই কারণে সিরিজ মিস করেছেন। তাদের অনুপস্থিতিতে লিটনই ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। জাতীয় দলে বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া তিনিই সবচেয়ে বেশি দিন ধরে খেলছেন। কিন্তু প্রয়োজনের সময় দায়িত্ব নিতে পারলেন না।
একে তো রান নেই, তার ওপর দৃষ্টিকটু ছিল আউট হওয়ার ধরন। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে ওয়ার্নার পার্কের নিখাদ ব্যাটিং উইকেটে জায়গায় দাঁড়িয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়ে আসেন। দ্বিতীয় ম্যাচে তো আরও বাজেভাবে ক্যাচ দেন। পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আসেন। কতটা বাজে অবস্থায় থাকলে এভাবে আউট হওয়া যায়!
উইন্ডিজে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ অবশ্য লিটনের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, ‘একজন খেলোয়াড়ের তো অবশ্যই বাজে সময় যায়। এটা নিয়ে হয়তো সে কাজ করবে, কোচের সঙ্গে কথা বলবে কীভাবে এখান থেকে কামব্যাক করা যায়। তার অনেক অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার এবং সে জানে কীভাবে এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়।’
অবশ্য পরিসংখ্যান দেখলে মিরাজের কথায় বিশ্বাস করা কঠিন। সর্বশেষ সাত ওয়ানডেতে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি লিটন, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১৩ ইনিংস আগে। টেস্টে গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের একটি ইনিংস খেলেছিলেন। এর পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন।
- বিষয় :
- লিটন কুমার দাস