ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লিটনের আউটের ধরন নিয়ে চিন্তিত: লিপু 

লিটনের আউটের ধরন নিয়ে চিন্তিত: লিপু 

বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৩

ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যাচ্ছে না লিটন দাসের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রান পাননি তিনি। শূন্য করেছেন সিরিজের প্রথম টি-২০ ম্যাচেও। যদিও তার নেতৃত্বে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। তবে ফর্মহীন লিটনের কাঁধে নেতৃত্বভার চাপানো নিয়েও আছে প্রশ্ন।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, বোর্ডও লিটনের আউটের ধরন নিয়ে চিন্তিত। তার ব্যাটিং মেরামত কিংবা বিশ্রামের প্রয়োজন হলে বোর্ড সেটা বিবেচনা করবে। এছাড়া দলে বিকল্প না থাকায় লিটনকে অধিনায়ক করা হয়েছে বলেও জানান তিনি।

লিপু বলেন, ‘লিটনের কাছে দল যা প্রত্যাশা করে, তিনি যে মানের ব্যাটার, সাদা বলের ক্রিকেটে ততটা ধারাবাহিক নন তিনি। এই মুহূর্তে তিনি দলের টি-২০ অধিনায়ক। আমার মনে হয়, এখন এটা নিয়ে কথা বলার আদর্শ সময় নয়। তবে এতটুকু বলতে পারি, আমরা তার আউটের ধরন নিয়ে চিন্তিত। যদি তার কিছু মেরামত, বিরতির প্রয়োজন হয় সেজন্য কোচরা আছেন। সবচেয়ে স্বাগত জানাব যদি সামনের দুটো ম্যাচে তিনি ফেরত আসতে পারেন।’

লিটন ছন্দহীন থাকার পরও তাকে অধিনায়ক করা হয়েছে। দলের অন্যরা তাকে সহায়তা করছেন, এটা তাকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেছেন নির্বাচক লিপু, ‘বোর্ডের হাতে বিকল্প না থাকায় হয়তো তাকে অধিনায়ক করা হয়েছে। অনেক ক্রিকেটার চোটে আছে। ইতিবাচক হলো ছন্দহীন একজন ব্যাটারকে দল সহযোগিতা করেছে, দিন শেষে বিজয়ী দলের অধিনায়ক করেছে।’

বাংলাদেশ আগামীকাল সকাল ৬টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে নামবে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দল ওই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়। অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, সিরিজ জয়ে মনোযোগ তাদের।

আরও পড়ুন

×