‘কামব্যাক হবেই’, আত্মবিশ্বাস ছিল শামীমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে শামীম পাটোয়ারি। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৭:২৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারি। প্রথম ম্যাচে ১৩ বলে তিন ছক্কা ও এক চারের শটে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। আজ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা ম্যাচে দলের বিপর্যয়ে ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৫ রান করেছেন তিনি।
এক বছর পর জাতীয় দলে ফিরেই দারুণ দুই ইনিংসে শামীম পাটোয়ারি বুঝিয়ে দিয়েছেন, আঁটঘাট বেধেই এবার ফিরেছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানান, দলে ফিরবেন এই আত্মবিশ্বাস ছিল তার। কারণ এইচপি, ইমার্জিংসহ ঘরোয়া পর্যায়ে যেখানেই খেলছিলেন রান পাচ্ছিলেন তিনি।
শামীম বলেন, ‘আমি সব সময় মনে করি, দল যে অবস্থানেই থাকুক না কেন, আমি ভালো খেললে দলের সংগ্রহ ভালো হবে। সব সময় ইতিবাচক চিন্তা ছিল। যেখানেই খেলছিলাম, ভালো করছিলাম। সেজন্য জাতীয় দলেও ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজ জিতেছি, এটা বড় অর্জন।’
গত টি-২০ বিশ্বকাপে দলে জায়গা হয়নি শামীমের। এসব নিয়েও চিন্তিত ছিলেন না তিনি। তার চিন্তা করার ধরণও ভিন্ন। যা গেছে তা গেছে, ‘আমি দলে কামব্যাক করা নিয়ে খুব একটা ভাবছিলাম না। ইতিবাচক মানসিকতা ধারণ করছিলাম। বিশ্বাস ছিল, জাতীয় দলে ফিরবই। এটা সবে শুরু। অনেক পথ যাওয়ার বাকি। ফিটনেস ও ব্যাটিং নিয়ে আপাতত আরও কিছু কাজ করছি।’