ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এনসিএলের সেরা চার চূড়ান্ত, ব্যাটে-বলে সেরা যারা 

এনসিএলের সেরা চার চূড়ান্ত, ব্যাটে-বলে সেরা যারা 

ঢাকা মেট্রোর বিপক্ষে হেরেও শেষ চারে চট্টগ্রাম। ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ২১:০২

ন্যাশনাল লিগ টি-২০’র গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। আগামী ২১ ডিসেম্বর শুরু হবে ফাইনালের লড়াই। গ্রুপ পর্বের সাত ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। দুইয়ে থাকা রংপুর বিভাগ তাদের প্রতিপক্ষ। 

শেষ ম্যাচে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে সিলেট। রাজশাহী ও বরিশালের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। খুলনা শেষ ম্যাচে জিতে শেষ চার নিশ্চিত করেছে। শেষ ম্যাচে হেরেও চট্টগ্রাম চারে থেকে এলিমিনেটরে পা রেখেছে। 

শনিবার দিনের প্রথম ম্যাচে সকাল সাড়ে নয়টায় খুলনা ও চট্টগ্রাম মুখোমুখি হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের ম্যাচে দুপুর দেড়টায় নামবে ঢাকা মেট্রো ও রংপুর। 

এনসিএলের গ্রুপ পর্বে ভালো ব্যাটিং করেছেন তরুণরা। ২০ বছর বয়সী জিসান আলম সর্বাধিক ২৮১ রান করেছেন। আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিও তার। ২৭ বছর বয়সী সিরাজগঞ্জের হাবিবুর রহমান দ্বিতীয় সর্বাধিক ২৫৯ রান করেছেন। ঝড়ো ব্যাটিং করেছেন তিনি। নাঈম শেখ ২৪৮ রান করে তিনে আছেন। অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপ জয়ী খুলনার অধিনায়ক আজিজুল হাকিম চতুর্থ সর্বাধিক ২১৭ রান করেছেন।

গ্রুপ পর্বে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু। তার পরে আছেন যথাক্রমে আহমেদ শরিফ (১৩), রাকিবুল হাসান (১২), আবু হায়দার (১১) ও এবাদত হোসেন (১০)।       

আরও পড়ুন

×