ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছবিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের আনন্দ

ছবিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের আনন্দ

ছবি- সংগৃহী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৪

শেষের উচ্ছ্বাস প্রকাশ চোখে লেগে থাকার মতোই। একে অন্যকে আলিঙ্গন, ট্রফি নিয়ে ফটোসেশন, একক ছবি দিয়ে ফেসবুক গ্যালারি রাঙানোই আনন্দ প্রকাশ। ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করে এ রকম হাজারও খুশির উপলক্ষ ছড়িয়ে দিয়েছেন লিটন কুমার দাসরা। ছুটির ভোরে ঘোরলাগা পারফরম্যান্স দেখার রেশ যে কাটতেই চাইছিল না। বিদেশের মাটিতে এমন আনন্দঘন মুহূর্ত খুব কম সময়ই আসে। গতকাল সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের অ্যারোন ভেলেতে মিলেছে সেই খুশি।

আরও পড়ুন

×