ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩ কোটি ৪০ লাখে বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন রাহাত ফতেহ আলী খান

৩ কোটি ৪০ লাখে বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন রাহাত ফতেহ আলী খান

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১২:৪৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৯

বিপিএল মিউজিক ফেস্টে ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড এবং সংগীত শিল্পীও এই অনুষ্ঠানে গান গাইবেন। 

গতকাল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান গান গেয়েছেন বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে। এই কনসার্ট থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করা হবে।

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গাইতে কোনো সম্মানী না নিলেও বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএলের একটি কনসার্টে গাইতেই রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে নিচ্ছেন প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় দুই লাখ ৮৬ হাজার ডলার।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পারফরম্যান্স ফি হিসাবে রাহাত ফতেহ আলী খানকে এই টাকা দেয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে চার কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফতেহ আলীর পেছনে।

বিপিএল উপলক্ষে দেশের তিন শহরে অনুষ্ঠেয় মিউজিক ফেস্ট, তারুণ্যের উৎসবের লোগো ও বিপিএল মাসকট উন্মোচন, বিপিএল অফিসিয়াল থিম সং ও গ্রাফিতির আনুষ্ঠানিক প্রকাশনা, তিন শহরে জায়ান্ট বেলুন প্রদর্শন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যম্পেইন এবং বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজির শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাসকট ট্যুর মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা খরচের অনুমোদনও হয়েছে সভায়।

আরও পড়ুন

×