এনসিএল টি২০
ফাইনালে উঠতে ১২০ রান চাই খুলনার

ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৫:০৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ১৫:৪৭
এনসিএল টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ঢাকা মেট্রোর মুখোমুখি খুলনা। এলিমিনেটর ম্যাচের মতো এ ম্যাচেও দাপট দেখিয়েছে খুলনা। গ্রুপপর্বে ৭ ম্যাচের ৭টিতেই জেতা ঢাকা মেট্রোকে ১১৯ রানে আটকে দিয়েছে। রংপুরের বিপক্ষে ফাইনালে উঠতে হলে খুলনার ছুঁতে হবে ১২০ রানের লক্ষ্য।
এই ম্যাচ দিয়েই এনসিএলে খুলনার হয়ে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। মাঠে ফিরলেও ঝলক দেখাতে পারেননি তারকা এ পেসার। ৪ ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান। উইকেট পেয়েছেন একটি। তবে বাকি বোলারদের নৈপুণ্যে ঢাকা মেট্রোকে ১১৯ রানে আটকে দিয়েছে খুলনা।
অধিনায়ক নাইম শেখের ব্যাটে শতরান পেরোয় ঢাকা মেট্রো। এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে পেসার শহিদুল ইসলামের ব্যাটে। মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা দুজনেই ২টি করে উইকেট নেন ১৬ ও ১৮ রানের বিনিময়ে। শেখ পারভেজ জীবন ২ উইকেট নেন ১৭ রান দিয়ে।
- বিষয় :
- এনসিএল টি-২০