হেড ফিট, বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা অজিদের

বক্সিং ডে টেস্টে খেলবেন ট্রাভিস হেড। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৩:৪৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৬
ফিটনেস জটিলতায় মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অনিশ্চিত ছিলেন আগুনে ছন্দে থাকা ট্রাভিস হেড। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, হেড পুরোপুরি ফিট। তাকে নিয়ে একাদশও ঘোষণা করেছে অজিরা।
কামিন্স বলেন, ‘হেড ভালো আছে। সে খেলবে। সে দু’দিন কিছু পরীক্ষার মধ্য দিয়ে গেছে। পুরো ফিট হয়েই সে ম্যাচ খেলতে পারবে। এ নিয়ে কোন দুশ্চিন্তা নেই।’ এর আগে অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, হেডের খেলা নিয়ে সামান্য অনিশ্চয়তা রয়েছে।
ভারতের বিপক্ষে সিরিজে ৩ টেস্টের ৫ ইনিংসে ৪০৯ রান করেছেন হেড। দুটি বড় বড় সেঞ্চুরি করেছেন টেস্টে মিডল অর্ডারে খেলা বাঁ-হাতি ব্যাটার। তবে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচের আগে ঊরুর মাংসপেশির চোটে পড়েন তিনি।
কামিন্স জানিয়েছেন, সামান্য অস্বস্তি হেডের থাকলেও ব্যাটিংয়ের সময় তা বড় হয়ে দেখা দেবে না। তবে তাকে ফ্রেশ রাখতে ফিল্ডিংয়ের সময় দূরে রাখতে পারেন অধিনায়ক কামিন্স। বক্সিং ডে টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনসটাসের অভিষেকের কথা আগেই নিশ্চিত করা হয়েছে। তাকে নিয়েই একাদশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, স্যাম কনসটাস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিশেল মার্শ, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান লায়ন, স্টক বোল্যান্ড।