ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘সাপের ফণায়’ হাত জশস্বীর, স্টার্কের ভয়ে করলেন তিন সেশন

‘সাপের ফণায়’ হাত জশস্বীর, স্টার্কের ভয়ে করলেন তিন সেশন

ভারতীয় ওপেনার জয়শ্বী জয়সোয়াল। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:১৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ | ১৬:২৯

পার্থে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। তরুণ ওপেনার জশস্বী জয়সোয়াল খেলেন ১৬১ রানের দুর্দান্ত ইনিংস। ওই ইনিংস খেলার পথে মিশেল স্টার্ককে রীতিমতো অপমান করেন জশস্বী। ম্যাচ চলাকালীন ‘তোমার বলের গতি আমার জন্য খুবই কম’ এমন মন্তব্য ছুঁড়ে দেন। 

জবাবে শুধুই হেসেছিলেন স্টার্ক। তাৎক্ষণিক পাল্টা দেওয়ার মতো কিছু ছিল না তার কাছে। জবাব তুলে রেখেছিলেন অভিজ্ঞ এই বাঁ-হাতি পেসার। যা অ্যাডিলেড ও ব্রিসবেনে জয়সোয়ালকে ঠিক মতোই বুঝিয়ে দিয়েছেন তিনি। অ্যাডিলেড টেস্টে ভারতীয় ওপেনারকে ইনিংসের প্রথম বলেই আউট করেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ২৪ রানে বোল্যান্ডের শিকার হন তিনি। 

গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে স্টার্কের শিকার হন জয়সোয়াল। দ্বিতীয় ইনিংসে ভারত ৮ রান করতেই টেস্ট ড্র হয়। জয়সোয়াল নিশ্চয় এরই মধ্যে বুঝে ফেলেছেন তিনি গোখরো সাপকে কেঁচোর মতো কটাক্ষ করে মূলত সাপের ফণায় হাত দিয়েছেন। বাঁচতে হলে ওঝা হওয়া ভিন্ন পথ নেই তার। সেজন্যই মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে স্টার্ককে সামলাতে তিনটি ভিন্ন ভিন্ন সেশন করেছেন ২২ বছর বয়সী বাঁ হাতি ভারতীয় ওপেনার। 

মেলবোর্নের নেটে জশস্বীর তিন সেশন। ছবি: এএফপি

বিশেষ সেশন: বাঁ-হাতি পেসার সামলানোর জন্য নেটে বিশেষ অনুশীলন করেছেন জয়সোয়াল। বাঁ-হাতি থ্রো বিশেষজ্ঞ নুয়ান সেনোভিরত্নের সঙ্গে ২০ মিনিটের মতো এই নেট সেশন করেন তিনি। যেখানে টেকনিক নিয়ে খুব যত্ন ও মনোযোগ সহকারে কাজ করেছেন জশস্বী। ওই সেশনে তার মূল ফোকাস ছিল যথাযথ বল ছাড়া। 

তীক্ষ্ণ অনুশীলন: দ্বিতীয় এই সেশনে জয়সোয়াল ডানহাতি বল থ্রো বয়ের সঙ্গে কাজ করেছেন। এখানে তিনি শট খেলা নিয়ে কাজ করেছেন। পায়ের পজিশন, মাথার অবস্থান, ব্যাট-প্যাডের গ্যাপ পূরণ করে ওই শট কতটা নিঁখুত করে খেলা যায় ওই অনুশীলন করেছেন তিনি। রক্ষণাত্মক ব্যাটিংও ছিল ওই অনুশীলনের অংশ।

মানসিক প্রস্তুতি: মিশেল স্টার্ককে সামলাতে নেট অনুশীলন ছাড়াও মানসিক প্রস্তুতি নিয়েছেন জয়সোয়াল। মাঠে শান্ত থাকতে, টেম্পারমেন্ট ধরে রাখতে এবং কোন বল ছাড়বেন, কোনটা খেলবেন এসব বিষয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে দলের মনোবিদের সঙ্গে সেশন করেছেন তিনি। কারণ শীর্ষ পর্যায়ের বোলারকে খেলতে মানসিকভাবে শান্ত থাকা যায় এটা বুঝতে পেরেছেন তিনি।

আরও পড়ুন

×