ক্যাচ ফেলে উল্টো চাপে ভারত

জশস্বী জয়সোয়ালের ক্যাচ মিস। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৭
মেলবোর্নে দিনের শেষ বলটি লায়নের ব্যাটে লেগে স্লিপের ওপর দিয়ে উড়ে গিয়ে সীমানা পার হতেই হতাশায় হাঁটুতে দু’হাত দিয়ে মাথা নিচু করে উবু হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। তাঁর পাণ্ডুর মুখ দেখেই ম্যাচের অবস্থা আঁচ করা যাচ্ছিল। সিরাজ এসে সান্ত্বনা দেন তাঁকে।
এ দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে গতকাল অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল ভারত। কিন্তু একের পর এক ক্যাচ মিসে সে সুযোগ হাতছাড়া হয়ে এখন উল্টো চাপে ভারত। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান করে ৩৩৩ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। শেষ দিনের পিচে এ টার্গেট ভারতের জন্য কেবল কঠিনই নয়, প্রায় অসম্ভব!
বুমরাহর দাপটে গতকাল ৯১ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে মার্নাস ল্যাবুশেন ও প্যাট কামিন্স জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। তবে দুই ব্যাটারই ক্যাচ দিয়েছিলেন। দু’জনের ক্যাচই ফেলেন যশস্বী জয়সোয়াল। অস্ট্রেলিয়ার ৯৯ রানের সময় আকাশের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ল্যাবুশেন।
জয়সোয়াল সে ক্যাচটি ফস্কানোর পর অধিনায়ক রোহিত রাগে নিজের হাতে ঘুষি মারেন। ৪৬ রানে জীবন পাওয়ার পর ৭০ রান করেন ল্যাবুশেন। ২০ রানে জীবন পেয়ে কামিন্স করেন ৪১ রান। তাঁর ক্যাচ ফেলার পর রোহিত রেগেমেগে ধমকও লাগান জয়সোয়ালকে। ইনিংসের শুরুতে ওপেনার উসমান খাজার ক্যাচও ফেলেন এ তরুণ।
এই সুযোগগুলো কাজে লাগিয়ে চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২২৮ রান তুলে ৩৩৩ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা। আজ শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান যোগ নাও করে, তার পরও ভারতের জন্য কাজটা বিশাল চ্যালেঞ্জিং।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২২৮/৯ (ল্যাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১*; বুমরাহ ৪/৫৬, সিরাজ ৩/৬৬)। ভারত: ৩৬৯ (নিতীশ ১১৪, ওয়াশিংটন ৫০, জয়সোয়াল ৮২; বোল্যান্ড ৩/৫৭, কামিন্স ৩/৮৯)
- বিষয় :
- জশস্বী জয়সোয়াল
- ভারত-অস্ট্রেলিয়া