ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদায়ের বাজনা সালাহ-আর্নাল্ডের হৃদয়ে

বিদায়ের বাজনা সালাহ-আর্নাল্ডের হৃদয়ে

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১২:৫৬

লিভারপুল ভক্তদের মন খারাপ করে দিয়েছেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরীক্ষায় লিগের দ্বিতীয়ার্ধ শুরু করবেন অলরেডরা। তার আগে শেষের বার্তা দিয়েছেন মিসরীয় তারকা। জানিয়ে দিয়েছেন, এটাই লিভারপুলে তাঁর শেষ মৌসুম। তাঁর মতো রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ডেরও অলরেডদের জার্সিতে শেষ মৌসুম হতে পারে। আজ রাত সাড়ে ১০টায় রুবেন আমোরিমের দলের বিপক্ষে অ্যানফিল্ডে ওই শেষটা রাঙানোর চ্যালেঞ্জ শুরু করবেন তারা।

শীতকালীন দলবদলের বাজার উন্মুক্ত হতেই স্কাই স্পোর্টসকে সালাহ বলেছেন, ‘আমি লিভারপুলের হয়ে লিগ শিরোপাটা জিততে চাই। খুব করে চাই যেন লিগ চ্যাম্পিয়ন হতে পারি। কারণ সম্ভবত আগেরবার (২০১৯ সালে করোনার কারণে) আমরা ঠিকমতো উদযাপন করতে পারিনি। কিংবা এটা ক্লাবের হয়ে আমার শেষ মৌসুম, সে জন্যও হতে পারে।’ এদিকে আর্নাল্ড মৌসুম শেষে ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান বলেও খবর। তিনিও চাইবেন লিগ শিরোপা জিততে।

শিরোপার লড়াইয়ে লিভারপুল অনেকটাই এগিয়ে গেছে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে অলরেডরা। কাগজে-কলমে ম্যানচেস্টার ইউনাইটেডও বড় দল। লিভারপুলের সঙ্গে দীর্ঘ দৌরাত্ম্য থাকলেও চলতি মৌসুমে খুব বাজে সময় পার করছে রেড ডেলিভসরা। কোচ টেন হাগকে ছাঁটাই করেও পরিস্থিতির উন্নতি হয়নি। যে কারণে অ্যানফিল্ডে পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে থাকা ম্যানইউর নামের প্রতি সুবিচার করাই হবে বড় চ্যালেঞ্জ।

চলতি মৌসুমে এরই মধ্যে প্রথম লেগে ম্যানইউকে ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে হারিয়ে এসেছেন আর্নে স্লট। দ্বিতীয় লেগেও পুরো দলকেই পেতে যাচ্ছেন ডাচ কোচ। জোয়েল গোমেজ ইনজুরিতে পড়লেও ইব্রাহিম কোনাতে ও কনর ব্রাডলি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন। কোচ স্লট জানিয়েছেন, গোমেজ ছাড়া সবাই খেলতে প্রস্তুত। ম্যানইউ কোচ আমোরিমও এদিন দলে পেতে যাচ্ছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ও ম্যানুয়েল উগার্টেকে। তারা নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন। অ্যানফিল্ডে হারলে অবনমনের শঙ্কা প্রকট হবে ম্যানইউর।

আরও পড়ুন

×