ফান্ড নেই, অর্থকষ্টে হকি

সম্প্রতি প্রথমবার যুবা হকি বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ। ছবি: ফাইল
সাখাওয়াত হোসেন জয়
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ১২:৪৮
চেয়ার নিয়ে টানাটানির সঙ্গে ক্লাব রাজনীতিতে মাঠের বাইরের ইস্যু নিয়ে সারাবছরই উত্তপ্ত থাকে হকি। কর্মকর্তাদের কাদা ছোড়াছুড়ির কারণে দেশের তৃতীয় জনপ্রিয় এ খেলার প্রতি মানুষের আগ্রহ বলতে গেলে হারিয়ে গেছে। এই দৃশ্য দেখে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও হকি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অ্যাডহক কমিটি হওয়ার পর ফেডারেশনের ফান্ড শূন্য দেখে মাথায় হাত কর্তাদের। গত বছরের ডিসেম্বরে বিজয় দিবস হকি টুর্নামেন্ট করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে কর্মকর্তাদের। তাদের প্রচেষ্টায় এগিয়ে আসে প্যারাগন। একটি টুর্নামেন্ট শেষ করে যেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার কথা দেশের হকির নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের, সেখানে সামনের প্রতিযোগিতাগুলো কীভাবে করবে, অর্থ কোথা থেকে আসবে– তা নিয়ে ঘুম হারাম তাদের। ‘টুর্নামেন্ট করার আগে স্পন্সর না এলে আমাদের জন্য কাজগুলো কঠিন হয়ে যাবে। বিজয় দিবস টুর্নামেন্টে প্যারাগন যদি না আসত, তাহলে টুর্নামেন্ট চালানো কঠিন হয়ে যেত’– গতকাল সমকালের কাছে এভাবেই হকি নিয়ে কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.)।
অথচ সীমিত সুযোগ পেয়েও বাংলাদেশের যুব হকি দল প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে। গত বছর ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে পঞ্চম হয়ে এই যোগ্যতা অর্জন করেন মেহেরাব হাসান সামিন-আমিরুজ্জামানরা। ফুটবলে কোনো পর্যায়ে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ, আর যুব হকিতে বিশ্বমঞ্চে ওঠা দলের ১৮ খেলোয়াড়, তিন কোচ-কর্মকর্তা মিলিয়ে ২১ জনকে ২০ লাখ টাকার অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা ভাগ করলে জনপ্রতি পড়ে এক লাখের কম।
ফেডারেশনের ফান্ড নেই, তবুও খেলোয়াড়দের উজ্জীবিত করতে হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ উদ্যোগে যুব হকি দলকে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন গত ডিসেম্বরে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন সবকিছুর মতো ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে আসে, তখন বিমানবাহিনী প্রধান একক প্রচেষ্টায় যুব দলকে ক্যাম্প করানো, ওমানে যাওয়া-আসার টিকিট ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সবকিছু করেন। এবার আগের ঘোষিত টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছেন তিনি।
আজ কুর্মিটোলায় অবস্থিত শাহীন দ্বীপে অনূর্ধ্ব-২১ হকি দলের জন্য ‘ফ্যামিলি প্রোগ্রামের’ মতো আয়োজন করেছে হকি ফেডারেশন। সেখানে বিশ্বকাপ নিশ্চিত করা পুরো দলের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে তুলে দেবেন বিমানবাহিনী প্রধান। আগের ঘোষিত পুরস্কারে প্রতিজন পাওয়ার কথা প্রায় ২৪ হাজারের মতো। এবার দ্বিগুণের বেশি অর্থ তাদের তুলে দিয়ে কিছুটা ‘সারপ্রাইজ’ দেখাতে চায় ফেডারেশন। আর এই অর্থটা কোনো পৃষ্ঠপোষক দিচ্ছে না, ফেডারেশনের সহসভাপতিরা মিলে টাকার ব্যবস্থা করেছেন বলে জানান লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), ‘সভাপতি বললেন, এত কম দিলে ওদের মনটা ভালো হবে না। ক্রিকেট-ফুটবলের মতো তো কোটি কোটি টাকা নেই, তারপরও একটু বাড়িয়ে দিলে ভালো হবে।’
অ্যাডহক কমিটির চাওয়া, নিয়মিত হকিকে মাঠে রাখা। ফেব্রুয়ারিতে শহীদ স্মৃতি এবং মার্চে স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। সেই চ্যালেঞ্জ উতরাতে হলে অর্থটাই যেখানে মুখ্য। আর এ বছরের ডিসেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। সে আসরের জন্য এখন থেকেই দলকে প্রস্তুত রাখতে চাইছে ফেডারেশন। সে জন্য বিদেশি কোচের সন্ধানেও নেমেছে তারা। ‘দুটি ইউরোপিয়ান দেশ ও একটি এশিয়ান দেশকে চিঠি দিয়েছি কোচের জন্য। তাদের কাছে কোচের অভিজ্ঞতা ও প্যানেল চাইছি আমরা। সেগুলো পাওয়ার পর আমরা পরবর্তী ধাপে যাব’– বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।
- বিষয় :
- হকি