ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাব্বিরের ছক্কাবৃষ্টিতে লড়াকু পুঁজি ঢাকার

সাব্বিরের ছক্কাবৃষ্টিতে লড়াকু পুঁজি ঢাকার

ছবি- ফেসবুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২০:৪৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ০৯:৩৪

এক সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন সাব্বির রহমান। তবে নিজের প্রতিভা পুরোপুরি মেলে ধরার আগেই জায়গা হারান দলে। এরপর আর দলে ফিরতে পারেননি তিনি। গত বছর বিপিএলেও কোনো দল আগ্রহ দেখায়নি তাকে নিতে। এবার সাব্বির রহমানকে কিনে নেয় ঢাকা ক্যাপিটালস। ‘শৃঙ্খলাজনিত’ কারণে প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা না পেলেও  সিলেট পর্বে সুযোগ পান জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও বৃহস্পতিবার নিজের খেলা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির।

চট্টগ্রামের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির। এর মধ্যে তিনি ছক্কাই হাঁকান ৯ টি। সাব্বিরের এই ইনিংসে ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে আসরে জয়ের খোঁজে থাকা ঢাকা।

ম্যাচের শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান জেসন রয়। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম ধীরে ধীরে ইনিংস মেরামতের চেষ্টা করেন। পাওয়ারপ্লে শেষে ১ উইকেটে স্কোর ছিল ৪১। তবে স্টিফেন এসকিনাজি (৫) ও শাহাদাত হোসেন দিপু (৯) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে ঢাকা।  

এরপর সাব্বির রহমান ক্রিজে এসে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন। প্রতি ওভারেই মারমুখী শট খেলে দ্রুত রান তুলতে থাকেন তিনি। সাব্বিরের দুর্দান্ত ফিফটি আসে মাত্র ২২ বলে। এরপরও তার ব্যাটিংয়ের দাপট থামেনি। চট্টগ্রামের কোনো বোলারই তাকে থামানোর পথ খুঁজে পাননি। সাব্বিরের সঙ্গে তানজিদ হাসানও অর্ধশতক পূর্ণ করেন। ৪৮ বলে ৫৪ রান করে তিনি বিদায় নেন। অন্যদিকে, সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের রান ১৭৭-এ নিয়ে যান। ৩৩ বলের বিধ্বংসী ইনিংসে সাব্বির মারেন ৯টি ছক্কা ও ৩টি চার। শেষদিকে ফারমানউল্লাহ ৯ বলে অপরাজিত ১০ রান করেন।  

চট্টগ্রামের পক্ষে খালেদ আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ও আলিস আল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন

×