হামজার সঙ্গে সাক্ষাৎ করে লেস্টারের ম্যাচ দেখলেন তাবিথ আওয়াল

হামজা চৌধুরীর সঙ্গে লেস্টারে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। ছবি: বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ | ১২:৩০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ | ২০:১১
বাংলাদেশ জাতীয় দলের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল। লন্ডন থেকে লেস্টার সিটির হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়াম যেতে সড়ক পথে সময় লাগে আড়াই ঘণ্টার মতো। হামজার আমন্ত্রণে বুধবার প্রিমিয়ার লিগে লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাফুফে সভাপতি।
গ্যালারির প্লেয়ার লাউঞ্জে বসে ভিআইপি ব্যবস্থায় হামজার বাবা-মায়ের সঙ্গে বসে খেলাও দেখেছেন বাফুফে সভাপতি। বাফুফে ভেরিফাইড ফেসবুক পেজে তাদের একটি ছবি দিয়ে এই খবর জানিয়েছে।
ম্যাচে অবশ্য হামজার দল লেস্টার সিটি জিততে পারেনি। বরং ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। হামজা চৌধুরী এদিন লেস্টারের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। ম্যাচ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় তাবিথ আউয়ালের জন্য নৈশভোজের ব্যবস্থা করেন হামজা নিজেই। সেখানে ছিলেন হামজার বাবা-মা। ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। এই সময়ে আলোচনার মূলেই ছিল ফুটবল। কবে নাগাদ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন লিস্টার সিটির এ ডিফেন্ডার, তা নিয়েও কথা হয়েছে। সেটা অবশ্য হামজা এবং তার ক্লাবের ওপরই ছেড়ে দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।
চলতি মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা। মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচে ১৩১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। যে কারণে লেস্টার ছেড়ে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন তিনি।
হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর এখনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন ম্যাচ হয়নি। আগামী মার্চে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ম্যাচ আছে বাংলাদেশের। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তার।
- বিষয় :
- হামজা চৌধুরী
- তাবিথ আওয়াল
- বাফুফে
- বাংলাদেশ-ভারত